পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না। ভারত সীমান্ত পেরিয়ে আবারও হামলা চালাতে পারে। মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানের লাইভে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
খাজা আসিফ বলেন, আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। একই সঙ্গে আমরা ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যও উপেক্ষা করতে পারি না। ভারত সীমান্তে আবারও হামলার চেষ্টা করতে পারে।
পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যাগুলো সমাধান করুক। তার মতে, পাকিস্তানে আফগানদের সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে ভারতের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীনসহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার ইতি দেখতে চায়।
বিডি-প্রতিদিন/তানিয়া