কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মামলার নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ইতোমধ্যেই প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেস মঙ্গলবার প্রায় সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে নথি প্রকাশের পথ সুগম করেছে। হাউস ভোটে ৪২৭-১ ব্যবধানে প্রস্তাব পাস হওয়ার পরে সিনেটও দ্রুত অনুমোদন দেয়। ট্রাম্পের প্রতীকী স্বাক্ষরের পর ফাইলগুলো প্রকাশিত হবে।
ট্রাম্প আগে ফাইল প্রকাশের বিরুদ্ধে থাকলেও তীব্র সমালোচনার মুখে এই মাসে তিনি অবস্থান পরিবর্তন করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি শিগগিরই বিলটি স্বাক্ষর করার পরিকল্পনা করছেন।
দীর্ঘদিন ধর্ষণ ও যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হওয়া এপস্টেইনের সঙ্গে মিডিয়া, রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থার ক্ষমতাধরদের সম্পর্ক ছিল। ২০০৮ সালে প্রথম অপরাধ স্বীকারের পর ১৩ মাসের কারাদণ্ড ভোগ করেন তিনি। তবে বিতর্কিতভাবে কাজের জন্য ১২ ঘণ্টার ছুটি পেয়েছিলেন এপস্টেইন।
২০১৯ সালে নিউ ইয়র্কে যৌন পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার দুই মাস পর তাকে জেলে মৃত অবস্থায় পাওয়া যায়, যা আত্মহত্যা হিসেবে রেকর্ড করা হয়। এপস্টেইনের পরিচিতদের মধ্যে ছিলেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক, যুক্তরাজ্যের প্রিন্স এ্যান্ড্রু এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার বন্ধুত্ব ছিল। সূত্র: রয়টার্স, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ