বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও নির্যাতিত দেশ ফিলিস্তিন। যুদ্ধবিদ্ধস্ত দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্প্রতি তার উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রেসিডেন্ট পদ শূন্য হলে ও আইনসভা পরিষদ অনুপস্থিত থাকলে সর্বোচ্চ ৯০ দিনের জন্য দায়িত্ব পালন করবেন ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও-এর নির্বাহী কমিটির সহ-সভাপতি।
সে অনুযায়ী ডেপুটি হুসেইন আল-শেখ হবেন আব্বাসের উত্তরসূরি। তার দায়িত্ব পালনের ৯০ দিনের মধ্যে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। তবে কোনো কারণে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলে মেয়াদ একবারের জন্য বাড়ানো যাবে।
নতুন এই ঘোষণাকে ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থাকে সুরক্ষিত করবে বলে অভিহিত করেছেন আব্বাস। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও সাংবিধানিক কাঠামো রক্ষায় ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এ নীতি ভূমিকা রাখবে।
হুসেইন আল-শেখ ১৯৬০ সালে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে জন্মগ্রহণ করেন। আব্বাসের নিকটতম সহযোগী ও আস্থাভাজনদের মধ্যে তিনি অন্যতম একজন। তিন বছর ধরে পিএলও-এর নির্বাহী কমিটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
আল-শেখ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞ সদস্য। নিরাপত্তা কাজে তার সুনাম রয়েছে। তিনি ১৮ বছর বয়স থেকে ১১ বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভালো কূটনৈতিক সস্পর্ক রয়েছে।
বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বয়স ৮৯ বছর। টানা ২০ বছর ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মাহমুদ আব্বাসের দল ফাতাহ ওসলো চুক্তি অনুযায়ী ইসরায়েলের সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধান মেনে নিয়েছিল। যার অর্থ ইসরায়েল থাকবে, পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও (পশ্চিম তীর ও গাজা) থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি, এপি
বিডিপ্রতিদিন/এমই