মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সিউলে একটি সম্ভাব্য বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখছে না দক্ষিণ কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের একজন শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।
ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরকে কেন্দ্র করে গণমাধ্যমে দুই নেতার মধ্যে বৈঠকের জল্পনা ছড়িয়ে পড়েছে। এমনকি কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টদের বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, আমি দেখা করতে চাই। যদি কেউ বার্তা পৌঁছে দিতে চান, জানিয়ে দিন—আমি রাজি আছি।
এই প্রেক্ষাপটে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের জাতীয় নিরাপত্তার উপ-পরিচালক ওহ হিউন-জু সাংবাদিকদের বলেন, এই জল্পনা সত্ত্বেও তার কাছে এ বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। আমার বিশ্বাস হয় না যে (ট্রাম্প ও কিমের মধ্যে) একটি বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, বিশ্ব মঞ্চে মূলত বিচ্ছিন্ন একটি গোপন কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া। এর আগে ‘ছোট রকেট ম্যান’ বলে কিমকে কটূক্তিও করেছিলেন ট্রাম্প। তবে সেই কিমের সঙ্গে হাত মেলাতে ২০১৯ সালে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রেখে ইতিহাস সৃষ্টি করেছিলেন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/শআ