ইউক্রেনের পূর্বাঞ্চলের গ্রাম দখলে নেওয়ার পর এবার দেশটির ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা, অস্ত্র নকশা ব্যুরো ও রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশনের গভীরে হামলা চালানোর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সংগঠিত করার জন্য কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, পশ্চিমা তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল এই কারখানাগুলো রক্ষায়, যার মধ্যে ধ্বংস করা হয়েছে ডিনিপ্রোপেত্রোভস্ক ও সুমি অঞ্চলে থাকা প্যাট্রিয়ট লঞ্চার এবং ফায়ার কন্ট্রোল রাডার।
এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রোপিলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে। একসময়ের কয়লাখনির শহর দোব্রোপিলিয়া বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে- ডোনেটস্ক পিপলস রিপাবলিকের সুভোরোভো ও নিকানোরিকভা বসতিগুলো মুক্ত করা হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলকে মস্কো পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করে থাকে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে নিয়েছে রুশ সেনারা। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় আলোচনার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় একটি ‘অনুভূতিশীল’ বৈঠক হিসেবে কাজ করবে।
বিডি প্রতিদিন/এএম