যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি রাশিয়া ইউক্রেইনে যুদ্ধ অবসানে সম্মত না হয়, তবে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। এই মন্তব্য তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেন।
ট্রাম্প জানান, শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন যুদ্ধ শেষ করতে রাজি না হন, তবে রাশিয়ার উপর শুল্ক আরোপ, নিষেধাজ্ঞা ও অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, "আমাকে বলে দিতে হবে না, পরিণতি গুরুতর হবে।"
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে এর আগে তার ‘ভালো আলোচনা’ হয়েছিল। তবে বাড়ি ফেরার পর তিনি জানতে পারেন—“একটি রকেট কোনো নার্সিং হোমে গিয়ে পড়েছে বা কোনো অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে, আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ।” এই বাস্তবতা তার অবস্থানকে আরও কঠোর করেছে বলে তিনি ইঙ্গিত দেন।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম রাশিয়া হ্যাক করেছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নিয়েও ট্রাম্প বৈঠকে পুতিনকে প্রশ্ন করতে ইঙ্গিত দেন। তিনি বলেন, "তাদের হ্যাক করা নিয়ে আপনি কি অবাক হচ্ছেন?"
ভবিষ্যতে পুতিনের সঙ্গে আরও এক দফা বৈঠকের সম্ভাবনাও উত্থাপন করেন ট্রাম্প। তিনি বলেন, যদি প্রথম বৈঠক ইতিবাচক হয়, তবে দ্রুতই দ্বিতীয় বৈঠক আয়োজন করা হবে, যেখানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। তবে প্রথম বৈঠকে প্রত্যাশিত বক্তব্য না পেলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না।
বিডি প্রতিদিন/আশিক