ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩১ জন নিহত ও আরও ১৫৯ জন আহত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিয়েভে ভয়াবহ এই হামলা চালিয়েছে রাশিয়া।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৩১ জনের মধ্যে ১৬ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কমবয়সি নিহত শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। নিহতদের স্মরণে শনিবার (২ আগস্ট) জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্যোশাল মিডিয়া টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানীর পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রুশ বাহিনীর ড্রোন হামলায় খারকিভে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে, যার মধ্যে একজন পাঁচ মাস বয়সী শিশু।
জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংস্তূপগুলোতে দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা অনুসন্ধান তৎপরতা চালাচ্ছেন। আমরা এখনও জানি না- কত জন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে কিয়েভে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটল। গত বছরের জুলাইয়ের পর থেকে এটিই ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩৩ জন নিহত হয়েছিল।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এর থেকে যুদ্ধ চলছেই।
শুক্রবারের টেলিগ্রামবার্তায় জেলেনস্কি জানিয়েছেন, সদ্য বিদায় নেওয়া জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইউক্রেনে মোট ৫ হাজার ১০০টিরও বেশি গ্লাইড বোমা, ৩ হাজার আট শতাধিক শাহেদ ড্রোন এবং প্রায় ২৬০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ১২৮টি ছিল ব্যালিস্টিক। সূত্র: রয়টার্স, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ