ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নালন্দা জেলায়, সেখানে মারা গেছেন পাঁচজন। বৈশালী জেলায় চারজন, ব্যাংকা ও পাটনায় দুইজন করে এবং শেখপুরা, নবাদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সামস্তিপুর জেলায় একজন করে নিহত হয়েছেন।
বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
তিনি প্রত্যেক নিহতের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজন হলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম