ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চল। সোমবার রাতে শুরু হওয়া এই বৃষ্টিতে নিউইয়র্ক ও নিউ জার্সিতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়। যার ফলে যানবাহন রাস্তাঘাটে আটকা পড়ে, সাবওয়ে লাইন বন্ধ হয়ে যায়। ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
নিউ জার্সি, নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং আশেপাশের কিছু অংশে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। কারণ এই অঞ্চলের মধ্য দিয়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
নিউ জার্সির গভর্নর ফিল মারফি আকস্মিক বন্যা এবং ভারি বৃষ্টিপাতের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মানুষকে ঘরে থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছেন। সিবিএসের সোশ্যাল মিডিয়ায় দেয়া এক ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি নিউ জার্সির স্কচ প্লেইনসে একটি প্রধান সড়কপথ বন্ধ করে দিয়েছে। বাস আটকা পড়েছে।
বন্যার কারণে নিউ জার্সির বাস এবং ট্রেন চলাচল বিলম্বিত হয়েছে।
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির মতে, নিউইয়র্ক সিটিতে কিছু সাবওয়ে পরিষেবা স্থগিত করা হয়েছে এবং অন্যান্য লাইনগুলি বন্যার কারণে বিলম্বের সাথে চলছে। নিউইয়র্কের জরুরি পরিষেবা সংস্থা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, শহরের কিছু অংশ এবং মধ্য-হাডসন আকস্মিক বন্যায় আক্রান্ত।
সূত্র: এপি
বিডি প্রতিদিন/নাজমুল