গাজার উদ্দেশে মানবিক সহায়তা নিয়ে যাওয়া জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মাল্টার আন্তর্জাতিক জলসীমায় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলায় এই ইসরায়েলি হামলাকে 'সন্ত্রাসবাদ, সামুদ্রিক জলদস্যুতা' বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
অন্যদিকে, লেবাননের হিজবুল্লাহ বলেছে, মানবিক মিশনে হামলা প্রমাণ করে যে, ইসরায়েল আন্তর্জাতিক আইন, কনভেনশনের প্রতি কোন শ্রদ্ধা রাখে না।
ত্রাণবাহী জাহাজটি বর্তমানে মাল্টা উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (২৫ কিলোমিটার) দূরে অবস্থান করছে। জাহাজে গাজাবাসীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি অধিকারকর্মীরা ছিলেন। তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, জাহাজের ওপর আগুন জ্বলছে ও বিস্ফোরণ ঘটছে।
জাহাজে ১২ জন নাবিক ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন জানিয়ে মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সবাই সুস্থ আছেন। জাহাজটিকে সহায়তা করতে কাছাকাছি থাকা একটি টাগ বোটকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মাল্টা সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শআ