কানাডায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ভারতীয় নাগরিক। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে।
ঘটনা প্রসঙ্গে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, ক্ল্যারেন্স-রকল্যান্ডে একজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।
সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ বা হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না তা পুলিশ এখনো প্রকাশ করেনি।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বিডি প্রতিদিন/আশিক