ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নবগঠিত সরকারি কর্মদক্ষতা দপ্তরের (ডিওজিই) দায়িত্ব পান ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প তাকে হাজারো সরকারি কর্মচারি ছাঁটাই করে সরকারের খরচ কমানোর লক্ষ্যমাত্রা ধরিয়ে দেন। এই মাস্ককে মন্ত্রিসভার বৈঠকেও আমন্ত্রণ জানান ট্রাম্প।
মন্ত্রিসভার বৈঠকের আগেই হোয়াইট হাউসে পৌঁছান মাস্ক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে "মন্ত্রিসভার সব সদস্য ইলন মাস্কের কাজে অত্যন্ত খুশি"।
অন্যদিকে সরকারের মধ্যে কারিগরি বিলিয়নেয়ারের ভূমিকা নিয়ে কিছুটা উত্তেজনা হতে পারে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিভাগের প্রধান মন্ত্রিসভার বৈঠকে থাকবেন। মাস্কের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তাদের কাছে বিস্তারিত জানাতে হতে পারে। তবে ট্রাম্প জোর দিয়েছে, সবাই মাস্ক এবং তার কাজে সন্তুষ্ট। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "মন্ত্রিসভার বৈঠকে মিডিয়া এটি দেখতে পাবে।"
এর আএগ হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, ডিওজিই প্রধান হিসেবে মাস্ককে একজন 'বিশেষ সরকারি কর্মকর্তা' ও 'প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা' হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব না থাকা সত্ত্বেও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মাস্ক।
বিডি প্রতিদিন/নাজমুুল