যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়েলনসন ঘাঁটিতে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এক সিটের বিমানটির পাইলট এটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বেরিয়ে যেতে সমর্থ হন। এতে তিনি প্রাণে বেঁচে যান।
সামাজিক মাধ্যমে বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, খাড়াখাড়িভাবে বিমানটি নিচে নেমে আসছে। ওই সময় পাশেই প্যারাসুটের মাধ্যমে নেমে আসছিলেন পাইলট। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটিতে আগুন লেগে যায়।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৩৫৪নং ফাইটার উইংয়ের কর্নেল পল টাউনসেন্ড দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাইলট যথাসময়ে বের হয়ে যেতে সমর্থ হন। যান্ত্রিক গোলযোগ দেখা দিলে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর তিনি দ্রুত বের হয়ে যান।
দুর্ঘটনায় বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ। এফ-৩৫ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দামি বিমান। এই বিমান বিক্রি করে সংস্থাটি বর্তমানে সবচেয়ে বেশি অর্থ আয় করছে। যুদ্ধবিমানটির বিশেষত্ব হলো এটি একটানা ১২ ঘণ্টা আকাশে উড়তে পারে।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/শফিক