বাণিজ্য যুদ্ধের উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। এর প্রভাব পড়েছে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের শেয়ারবাজারে। শুক্রবার মেক্সিকোর শেয়ারবাজারে ৪.৮৭ শতাংশের পতন ঘটেছে, যদিও দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক তালিকা থেকে বাদ পড়েছে।
মেক্সিকো সিটি থেকে সংবাদ সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের পক্ষ থেকে আর্জেন্টিনাসহ বহু দেশের ওপর ব্যাপক আমদানি শুল্ক আরোপের দুই দিন পর শুক্রবার আর্জেন্টিনার শেয়ারবাজারেও ৭ শতাংশের বেশি দরপতন হয়েছে।
বৃহস্পতিবার মেক্সিকান শেয়ারবাজারে ০.৫৪ শতাংশ বৃদ্ধি দেখা গেলেও শুক্রবারের এই পতন বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগেরই প্রতিফলন। ট্রাম্পের তথাকথিত 'মুক্তি দিবস' শুল্ক থেকে বাদ পড়া সত্ত্বেও বাজারে স্থিতি ফেরেনি।
এদিকে, আর্জেন্টিনার প্রধান শেয়ারসূচক মেরভাল ৭.৩৮ শতাংশ কমেছে এবং ব্রাজিলের বোভেস্পা সূচক ২.৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।
উল্লেখযোগ্য যে, ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ ১০ শতাংশ আমদানি শুল্কের আওতায় পড়েছে, যার মধ্যে সর্বনিম্ন হার ছিল ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছানো শুল্ক। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব এই দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিডি প্রতিদিন/নাজিম