লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তাঁদের সাক্ষাৎ হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর জানান, আলোচনা ছিল সৌজন্যমূলক। দেশের বর্তমান পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা, উনি যদি নির্বাচিত হন তাহলে দেশ নিয়ে পরিকল্পনা-এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, এ বছরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে তফসিল ঘোষণা হতে পারে। আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে বিএনপি ও আগামী নির্বাচন নিয়ে। তাই তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত।