রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ধ্বংসস্তূপে এখনো পড়ে আছে সপ্তম শ্রেণির ছাত্র আফনান ফাইয়াজের বই-খাতা। একটা অগ্নিনির্বাপণ সিলিন্ডারের পাশে অনেকটা সাজানোই রয়েছে সেগুলো। তবে বই-খাতাগুলোর মালিক এখন এ পৃথিবী থেকে বহু দূরে। সোমবার স্কুল কম্পাউন্ডে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছে ফাইয়াজ। আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হওয়া শিশুটির লাশ ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বেলা ৩টার দিকে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো জায়গাটি ক্রাইম সিন দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাতাসে ভাসছে জ্বালানি তেলের ঝাঁজালো গন্ধ। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বই-খাতা, পোড়া স্কুলব্যাগ, টিফিন বক্স, জুতা, পানির বোতল, চামচ, প্রথম সাময়িক মূল্যায়নপত্র, বই-খাতা ভর্তি পোড়া ব্যাগ, সিলেবাসসহ শিশুদের ব্যবহার্য নানা জিনিসপত্র। যুদ্ধবিমানটি আঘাত হানা ক্লাসের পাশেই স্তূপ করে রাখা হয়েছে শিক্ষার্থীদের বই ভর্তি অনেক ব্যাগ। আধপোড়া ব্যাগের ভিতর থেকে উঁকি দিচ্ছে বইপত্র। গেট দিয়ে ঢুকতেই ধ্বংসস্তূপের একেবারে কাছে বাম পাশে চোখে পড়ল অনেক বই-খাতা যেন সাজিয়ে রাখা হয়েছে। সেগুলোতে নাম লেখা আফনান ফাইয়াজ। সপ্তম শ্রেণি। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল দুপুরে ২৭ জন নিহত ও চিকিৎসাধীন ৭০ জন আহতের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে নিহতের তালিকার দ্বিতীয় নম্বরে দেখা গেল আফনান ফাইয়াজের নাম। ঘটনাস্থলে শুধু ফাইয়াজ নয়, পঞ্চম শ্রেণির ছাত্র আবু বক্কর সিদ্দিক, ষষ্ঠ শ্রেণির ছাত্র এসএম রুহান, জাওয়াদ আফসান, সাদ আহনাফ চৌধুরী, আদিত্য সাহা, আজরিন করিম, তৃতীয় শ্রেণির ছাত্রী আয়েশা তাইয়েবাসহ অসংখ্য শিশু শিক্ষার্থীর বই-খাতা পড়ে আছে। অনেক বই-খাতা আংশিক পুড়ে যাওয়ায় ও ময়লা হওয়ায় নাম দেখা যায়নি। ফাইয়াজ ছাড়া অন্য যাদের বইপত্র ধ্বংসস্তূপে পড়ে আছে, তাদের নাম স্বাস্থ্য অধিদপ্তরের হতাহতদের তালিকায় পাওয়া যায়নি। তারা কোথায় কীভাবে আছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দ্বিতল ভবনটির নিচ তলার যে শ্রেণি কক্ষে প্লেনটি সরাসরি আঘাত হানে, তার ভিতরে কিছুই অক্ষুণ্ন নেই। আশপাশের কক্ষগুলোও পরিণত হয়েছে পোড়া ধ্বংসস্তূপে। ওপরের তলারও কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের আঁচে বেঁকে ঝুলে পড়েছে ফ্যান। খসে পড়েছে দেয়ালের পলেস্তারা।
শিরোনাম
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
- নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর
- প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের
- নওগাঁয় রাস্তার পাশে পড়েছিল নারীর মরদেহ
- বিশ্বনাথে দালাল আটক, তিন মাসের কারাদণ্ড
- দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- নবীনগরে কলেজছাত্রী জুঁই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- দুই হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উত্তর কোরিয়ার
পড়ে আছে বই-খাতা নেই শুধু পড়ার মানুষটি
শামীম আহমেদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর