নারায়ণগঞ্জে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌনমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে জুমার নামাজের পর মহানগর বিএনপির উদ্যোগে শহর ও বন্দরের মসজিদে মসজিদে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ ও ডা. মজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।