মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া বাকি সব দেশের ওপর আরোপিত শুল্ক আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। এতেই অনেকটাই স্বস্তি ফিরেছে বিশ্ববাণিজ্যে। তবে এর পেছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, মার্কিন জনগণের মধ্যে ক্ষোভ, ব্যবসায়ী ও মিত্রদের চাপ এবং অন্য দেশগুলোর পাল্টা পদক্ষেপের কারণেই শুল্ক নিয়ে থামতে বাধ্য হয়েছেন ট্রাম্প। গত কয়েক দিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির নেতা ও বাণিজ্যিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিলের বিষয়ে চাপ প্রয়োগ করে আসছিলেন। বড় ধরনের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে ট্রাম্পকে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তারা। পাশাপাশি ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে সাধারণ মার্কিনিদের জীবনমান হুমকির মুখে পড়বে বলে গত কয়েক দিন ধরে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করতে বিক্ষোভ করেন মার্কিন নাগরিকরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার শুল্ক কার্যকর হওয়ায় ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু বন্ড মার্কেটের ভয়াবহ পরিস্থিতির কারণে মার্কিন ট্রেজারি বিভাগের মাঝে ক্রমবর্ধমান শঙ্কা দেখা দেয়। একমাত্র এ কারণেই ডোনাল্ড ট্রাম্প অনেকটা আকস্মিভাবে পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্তের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ দেন। এ ছাড়া হোয়াইট হাউসের অর্থনৈতিক কর্মকর্তারা তাকে মার্কিন ট্রেজারি মার্কেটে ত্বরিৎগতির বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে অবহিত করেন।