কোচ অস্কার ব্রুজোনকে বসুন্ধরা কিংস বিদায় করেছে গত মৌসুমের শেষের পরই। এরপর তিনি দায়িত্ব নেন ভারতের জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের। শুরুটা তার দারুণ হয়েছিল। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল আসরে জয় পাচ্ছিল ক্লাবটি। হঠাৎ করেই তাকে ঘিরে ইস্টবেঙ্গলে যেন লঙ্কাকাণ্ড চলছে। অস্থিরতা বিরাজ করছে সর্বত্র। অস্কারের জন্যই ক্লাবে বইছে ছাঁটাইয়ের ঝড়। সুপার কাপ মাঠে গড়ানোর আগে লাল-হলুদের এমন পরিস্থিতিতে সমর্থকরাও শঙ্কিত। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকালে অনলাইন ভার্সনে খবর বেরিয়েছে- কোচ অস্কারকে অশ্রদ্ধা, অসম্মান এবং অশালীন অঙ্গভঙ্গি করার জেরে বিদেশি ফুটবলার ক্লেটন সিলভারের সঙ্গে বুধবার সম্পর্কচ্ছেদ করেছে ইস্টবেঙ্গল।
ক্লেটনেই থেমে যায়নি অস্থিরতা। ফিজিও সেনেল ফার্নান্দেজ আলভারাজের সঙ্গেও চুক্তি বাতিল করেছে ইস্টবেঙ্গল। এখানেও বড় কারণ অস্কার। তিনি নাকি হেড কোচের সঙ্গে খারাপ আচরণের জন্য অন্যদের উসকানি দিতেন। পয়লা বৈশাখের অনুষ্ঠানে ক্লেটন যখন অস্কারের সঙ্গে উত্তেজিত আচরণ করেন তখন সেনেল তাকে সমর্থন জোগান। ক্লাব দুজনের বিপক্ষে ব্যবস্থা নিলেও ক্লাবের কয়েকজন পরিচালক এতে ক্ষুব্ধ। তারা অভিযোগের তীর ছুড়েছে অস্কারের দিকে। সবকিছুতেই তিনি কেন খবরদারি করতে চান, এটাই তাদের বড় প্রশ্ন। আজকাল পত্রিকায় ইস্টবেঙ্গলের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, যেভাবে ছাঁটাই প্রক্রিয়া চলছে তাতে ক্লাবের ক্ষতি হয়ে যেতে পারে। অস্কারের সঙ্গে বাজে আচরণ করা হয়েছে ঠিকই। তবে তিনি যা করছেন তা-ও মেনে নেওয়ার মতো নয়। তিনি চাচ্ছেন, তার পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে।