খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযানে নামছে সেনাবাহিনী। গতকাল ঢাকা সেনানিবাসে প্রেস ব্রিফিংয়ে ওই ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করার পর অভিযান পরিচালনার কথা বলা হয়।
শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনী কতদূর এগিয়েছে জানতে চাইলে সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বিশেষ এ অভিযান পরিচালনার তথ্য দিয়ে বলেন, এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাব্যবস্থা ভালো, পাঁচজনকে ধরার কারণে নিরাপত্তার কোনো ব্যাঘাত হয়নি, নিরাপত্তা আরও জোরালো করা হচ্ছে।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, নাফ নদে জেলেদের যে অসুবিধা হচ্ছে, এটা নিয়ে আমাদের প্রাথমিকভাবে কোস্টগার্ড ও বর্ডারগার্ড কাজ করছে, এটা চলমান আছে। প্রাথমিক পর্যায়ে কোস্টগার্ড ও বিজিবি আলোচনা করছে, পরে সেনাবাহিনী সেটা আলোচনা করবে। আমরা আশাবাদী খুব শিগগির এ বিষয়ে সমাধান হবে। মার্চ ফর গাজা ইস্যুতে জঙ্গিরা তাদের পতাকা নিয়ে মিছিল করেছে, তাদের নিয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, সেখানে কালো পতাকাধারীদের সেনাবাহিনী রোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে জঙ্গি এটার কোনো প্রমাণ আমরা পাইনি। তবে এ ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার আছে। গোয়েন্দাবাহিনীও এ ব্যপারে তৎপর আছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে কি না- এমন প্রশ্নে স্টাফ কর্নেল শফিকুল বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগের ক্ষেত্রে আমরা বাধা পাচ্ছি না কোনো পক্ষ থেকে। তবে আপনাদের মনে রাখতে হবে, আমরা যে কোনো অপরাধীকে গ্রেপ্তারের পরে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দিয়ে দিই (পুলিশের কাছে), সেখানে আমাদের কিছু করার থাকে না।
ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে গত দুই মাসে সেনাবাহিনী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ২ হাজার ৪৫৭ জনকে এবং এ যাবৎ প্রায় ৮ হাজার জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে। যাদের মাঝে কিশোর গ্যাং তালিকাভুক্ত আসামি, অপহরণকারী, চোরাচালানি, প্রতারক, দালালচক্র, চাঁদাবাজ, ডাকাত ও ছিনতাইকারী আছে। এই দুই মাসে ৩২০টি অবৈধ অস্ত্র, ৫৬৪ রাউন্ড গোলাবারুদ এবং এ যাবৎ প্রায় ৯ হাজারের বেশি অবৈধ অস্ত্র, ৩ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর গত দুই মাসের কর্মকাণ্ড তুলে ধরে শফিকুল ইসলাম মিয়ানমারের ভূমিকম্পে সশস্ত্র বাহিনীর জরুরি উদ্ধারকাজে সহায়তার বর্ণনা দেন। তিনি বলেন, এ সময়কালে তৈরি পোশাক খাতে অস্থিরতা কমাতে সহায়তা করাসহ সেনাসদস্যরা শিল্পাঞ্চল ছাড়াও গত দুই মাসে ২৩২টি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত ঘটনা ছিল ৩৭টি, সরকারি অফিসসংক্রান্ত ২৪টি রাজনৈতিক দ্বন্দ্ব ৭৬টি এবং অন্যান্য ঘটনা ছিল ৯৫টি।