জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে উঠতে যাচ্ছে ৩৫০ প্রস্তাব। ডিসি সম্মেলনে কার্য অধিবেশনগুলোতে প্রস্তাবনা নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা দিকনির্দেশনা দেবেন ডিসিদের। এবারই প্রথম ডিসিদের সঙ্গে এ সম্মেলনে যুক্ত হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সম্মেলন থেকে নানা দিকনির্দেশনা দেবেন সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মন্ত্রিপরিষদ সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জেলা প্রশাসক সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এবারই প্রথমবারের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে এতে যুক্ত করা হচ্ছে। সম্মেলনের শেষ দিন সন্ধ্যায় ইসির সঙ্গে ডিসিদের বৈঠক হবে। আগে থেকে এ বিষয়টা ছিল না, ঊর্ধ্বতনদের নির্দেশনায় পরে যুক্ত করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ডিসিদের, এসপিদের সঙ্গে নির্বাচন কমিশন সরাসরি বৈঠক করে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন। যেহেতু এ সরকার সামনে নির্বাচন করার উদ্যোগ নেবে সে হিসেবে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। জানা গেছে, ডিসি সম্মেলনে প্রাথমিকভাবে প্রায় ১৫০০ প্রস্তাব এসেছিল। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধির সঙ্গে সভা করে সম্মেলনে উপস্থাপনের জন্য ৩৫০টির বেশি প্রস্তাব চূড়ান্ত করেছেন। রেওয়াজ অনুযায়ী, ডিসি সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও উপস্থিত থাকেন। সম্মেলনের সব কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব। জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়, সরকারের আইন, নীতি, বিধিসহ নানাবিধ বিষয়ে মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যানুযায়ী, গত বছরের ডিসি সম্মেলনে মোট ৩৮১টি প্রস্তাব উত্থাপন হয়েছিল। এ বছর স্বাস্থ্যসেবা নিয়ে সবচেয়ে বেশি প্রস্তাব উঠতে যাচ্ছে। এ ছাড়া সড়ক এবং নৌ নিয়েও রয়েছে অনেক প্রস্তাব।
শিরোনাম
- চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
- চার হাজার কোটি টাকা ব্যয়ে ‘মুজিববর্ষ’, হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
- কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- সিডনির মিন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণে অনুদান ঘোষণা
- বিষ নেই, তবে মানুষকে অনায়াসে গিলে ফেলতে পারে যেসব সাপ!
- ঝালকাঠিতে এডহক কমিটির সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন
- গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
- বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় দুবাই
- ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে
- ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীর স্কাইলার্ক মডেল স্কুলের মানববন্ধন
- আমিরাতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ৯০ শতাংশ লক্ষ্যমাত্রা ঘোষণা
- এস আলমের সহযোগীদের ১৩৭৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন ১০৯ শিক্ষার্থীর জন্য বাড়তি সময়
- সাফারি পার্ক থেকে দুর্লভ প্রাণী উধাও, কঠোর অবস্থানে পরিবেশ উপদেষ্টা
- উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪
- নিবন্ধন পেল আরও একটি রাজনৈতিক দল, প্রতীক রকেট
- পাথরঘাটায় শুভসংঘের উদ্যোগে মাছের পোনা নিধনরোধে সচেতনতামূলক কর্মশালা
- আমিরাতে এখন থেকে ৫ বছরের মাল্টিপল ভ্রমণ ভিসা পাবেন পাকিস্তানিরা
- এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
- ফেনীতে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে নির্বাচন
ওয়াজেদ হীরা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর