কক্সবাজারের উখিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। সবশেষ রওশন আরা (৪২) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রওশন আরা'র।
নিহতের পরিবার জানায়, ৬ এপ্রিল জমি নিয়ে বিরোধের সময় রওশন আরা গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, "কুতুপালংয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহতের পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।"
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুপালং পশ্চিম পাড়ায় আপন দুই ভাইয়ের ছেলে নাজির হোসেন ও মোহাম্মদ হোসেন পক্ষের মধ্যে জমির সীমানা নির্ধারণ নিয়ে রোববার (৬ এপ্রিল) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দা, কিরিচ ও কোদাল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল্লাহ আল মামুন (৪০), শাহীনা বেগম (৩০) ও আব্দুল মান্নান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
বিডি প্রতিদিন/আশিক