অস্তিত্ব সংকটে বাংলাদেশে সৌন্দর্য, শান্তি ও সম্প্রীতির প্রতীক জাতীয় পাখি দোয়েল। পাখিটি এখন শুধু বইয়ের পাতা, বাংলাদেশের মুদ্রা, পাসপোর্ট, ডাকটিকিট ও বিভিন্ন সরকারি নথিতে ছবি হয়ে টিকে আছে। শহরে তো নয়ই, গ্রামেও পাখিটির দেখা মেলা ভার। গত এক সপ্তাহে রাজধানীর শতাধিক মানুষের কাছে শেষ কবে দোয়েল পাখি দেখেছেন জানতে চাইলে প্রত্যেকেই জানান, তাদের মনে নেই। বিজ্ঞান বলছে, বায়ু, পানি, শব্দদূষণ দোয়েলের প্রজনন ও জীবনচক্রে বিরূপ প্রভাব ফেলে। এ ছাড়া কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার, গাছ কমে যাওয়ায় আবাসস্থল সংকট, পরিবেশ পরিবর্তনে খাদ্য সংকট পাখিটিকে অস্তিত্ব সংকটে ফেলেছে।