ঐতিহ্য ধরে রাখতে মানিকগঞ্জের পশ্চিম সেওতা এলাকায় অনুষ্ঠিত হয়েছে পাতিল ভাঙ্গা, নারীদের বালিশ নিক্ষেপ, শিশুদের বিস্কুট দৌড়, কলাগাছে উঠাসহ নানা ধরনের প্রাচীন খেলা।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরের পর থেকেই প্রতিযোগী ও দর্শকে এলাকা মুখরিত হয়ে উঠে। বিশিষ্ঠ সাংবাদিক মো. সফি আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম, আরিফ হোসেন, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান প্রিন্স।
শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল মোল্লার সার্বিক সহযোগীতায় ও মেঘদূত টিভি আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম সেওতা গ্রামবাসী।
আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর ঈদের পরের দিন এ আয়োজন করে থাকি। হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখাতে আমার এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ