আবারও তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। দ্বীপ ভূখণ্ডটিকে ঘিরে চীনের সেনা, নৌবাহিনী এবং রকেট বাহিনীর যৌথ এই মহড়া শুরু হয়েছে। একইসঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে “পরজীবী” বলে অভিহিত করেছে চীনের সামরিক বাহিনী।
প্রেসিডেন্ট লাইকে দেওয়া এই আখ্যা ‘শান্তির পক্ষে সহায়ক নয়’ বলে মন্তব্য করেছে তাইওয়ান। এছাড়া চীনা মহড়ার জবাবে সামরিক বিমান এবং জাহাজ প্রেরণ করেছে তাইওয়ান। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মঙ্গলবার চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাইওয়ানের চারপাশে যৌথ সেনা, নৌবাহিনী এবং রকেট বাহিনীর মহড়া শুরু করেছে। তারা বলছে, ‘তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ এবং শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করবে’ এই মহড়া।
গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বেইজিংকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার পর গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপটির চারপাশে মহড়া শুরু করল চীনা সামরিক বাহিনী। মূলত তাইওয়ানকে চীন তার নিজস্ব অঞ্চল হিসাবে দেখে থাকে।
এছাড়া চীন তাইওয়ানিজ প্রেসিডেন্ট লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে মনে করে এবং চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডের মহড়ার ঘোষণার একটি ভিডিওতে তাকে কার্টুন পোকা হিসেবে দেখানো হয়েছে যাকে একজোড়া চপস্টিক ধরে জ্বলন্ত তাইওয়ানের ওপরে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ