হাসপাতাল ভরে যাচ্ছে পাখি আর বাদুড়ে! উড়তে উড়তে হঠাৎ করেই পড়ে যাচ্ছে মাটিতে। শত চেষ্টায়ও আর মেলতে পারছে না ডানা। পরে উদ্ধারকারীদের সহায়তায় ঠাঁই হচ্ছে পাখির হাসপাতালে। রহস্যজনক এই প্যারালাইসিস সিনড্রোমে আক্রান্ত হচ্ছে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের হাজার হাজার রেইনবো লরিকিট (টিয়া পাখির একটা প্রজাতি) এবং বাদুড়। রোগের কারণ খুঁজতে হয়রান বিজ্ঞানীরা। আকস্মিক এত পরিমাণ পাখিকে জায়গা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রিসবেনের ওয়াকলে অবস্থিত একটি বন্যপ্রাণী হাসপাতালে গত বছর ১ হাজার ৭৯টি বাদুড় এবং প্রায় ৮ হাজার রেইনবো লরিকিট ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের বন্যপ্রাণী ভেটেরিনারি পরিচালক ড. টিম পোর্টাস। পরিবেশ বিপর্যয়ের কারণে নতুন নতুন রোগ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
জানা গেছে, এই প্যারালাইসিস সিনড্রোম প্রাণীগুলোর ওড়ার ক্ষমতা, খাবার গেলা এবং শ্বাস নেওয়ার সক্ষমতা কমিয়ে দিচ্ছে। ২০১২ সাল থেকে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের লরিকিটগুলোতে এই প্যারালাইসিস সিনড্রোম দেখা যাচ্ছে এবং পাঁচ বছর আগে বাদুড়গুলোর মধ্যেও একই ধরনের একটি সিনড্রোম শনাক্ত করা হয়। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন যে এই দুটি সিনড্রোমের কারণ একই কি না। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রোগটির প্রকোপ বাড়ে।