বেঙ্গালুরুর একটি কনসার্টে বিতর্কিত মন্তব্য করে কন্নড় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এফআইআরের মুখে পড়েন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। এবার কর্নাটক হাইকোর্টে সেই মামলাটি খারিজের আবেদন জানালেন তিনি।
ঘটনাটি ঘটে ২৫ ও ২৬ এপ্রিল, বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত একটি কনসার্টে। সেখানেই এক শ্রোতা সোনুকে বারবার কন্নড় গান গাওয়ার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে সোনু মন্তব্যটি পেহেলগামের একটি হামলার ঘটনার সঙ্গে তুলনা করেন। বিষয়টি কন্নড় শ্রোতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এ ঘটনার পর আভালাহাল্লি থানায় সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং তাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়। পরিস্থিতি মোকাবেলায় কর্নাটক হাইকোর্টে মামলা বাতিলের আবেদন জানান সোনু। আদালত ১৫ মে পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
এদিকে, বিতর্কের মুখে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সোনু নিগম। তিনি বলেন, 'আমার উদ্দেশ্য কখনওই কাউকে আঘাত করা ছিল না। কনসার্ট চলাকালীন কিছু মানুষ মঞ্চের সামনে এসে বারবার অনুরোধ জানাতে থাকেন কন্নড় গান গাওয়ার জন্য। আমি বলেছিলাম গাইব, কিন্তু তারা হুমকির মতো আচরণ করেন। এভাবে কারও প্রতি অসম্মান দেখানোর ইচ্ছা আমার ছিল না। আমি বহু কন্নড় গান গেয়েছি এবং কন্নড় সংস্কৃতিকে সম্মান করি।'
বিডি প্রতিদিন/মুসা