কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক টানাপড়েন। দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এর বাইরে নেই দুই দেশের শোবিজ অঙ্গনও। বিশেষ করে পাকিস্তানি তারকাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে বসে নেই পাকিস্তানও। এরই মধ্যে পাকিস্তানের সব এফএম রেডিও থেকে সরিয়ে দেওয়া হলো ভারতীয় গান।
এই পদক্ষেপকে কূটনৈতিক চাল হিসেবেই দেখছেন অনেকেই। সম্প্রতি পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিবেচনায় দেশের সমস্ত এফএম স্টেশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় গান। দীর্ঘদিন ধরে পাকিস্তানের এফএম স্টেশনগুলোতে বাজত লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গান । কিন্তু এবার সেই সুর থেমে গেল সেদেশের বেতার জগতে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারা এক বিবৃতিতে এই পদক্ষেপকে ‘জাতীয় সংহতির প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। এক প্রজ্ঞাপনে লেখা হয়েছে, ‘পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিয়েছে, তা সারা দেশের পক্ষ থেকে শক্তিশালী ঐক্যের বার্তা দেয়। কঠিন সময়ে জাতীয় একতা, শান্তি ও দেশাত্মবোধের পক্ষে দাঁড়ানোর এই চেষ্টাকে আমরা সম্মান জানাই।’
বিডি-প্রতিদিন/শআ