আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’। ১৯২৯ সালে শুরু হওয়া এই আয়োজন শুধু চলচ্চিত্রের ইতিহাসই নয়, বরং বিশ্বের শিল্প-সাহিত্যের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পুরস্কার হিসেবে পরিচিত।
আজ ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস (বাংলাদেশ সময় ৩ মার্চ, অর্থাৎ আগামীকাল ভোরে)।
এ বছরের অস্কার আয়োজনে একদিকে যেমন সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীরা উন্মুখ, তেমনি ২০২৫ সালের অস্কারের এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। বাংলাদেশের সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে ভোর সাড়ে ৫টায়। এছাড়া, ‘দ্য অস্কারস রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন নৃত্যশিল্পী ও গায়িকা জুলিয়ান হাফ এবং কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার, যিনি প্রথমবারের মতো এই শো’তে যুক্ত হচ্ছেন।
ভোর ৬টায় ডলবি থিয়েটারে মূল অনুষ্ঠান শুরু হবে এবং এবিসি টেলিভিশন নেটওয়ার্ক ও হুলু প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
এ বছর অস্কারে পারফর্ম করবেন দোজা ক্যাট, সিন্থিয়া এরিভো, অ্যারিয়ানা গ্র্যান্ডে, ব্ল্যাকপিংকের লিসা, কুইন লতিফা এবং রায়ে। এছাড়াও, যুক্তরাষ্ট্রের কোরাস দল ‘লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরাল’ তাদের পরিবেশনা উপহার দেবে।
চলচ্চিত্রপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন – এবারের ‘সেরা ছবি’ কে হবে? বর্তমান দৌড়ে এগিয়ে রয়েছে অ্যাডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’, যা ইতোমধ্যে গোল্ডেন গ্লোব, বাফটা ও এসএজি পুরস্কার জিতেছে। ‘আনোরা’ এবং ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হবে।
পরিচালনা বিভাগে এগিয়ে রয়েছেন শন বেকার (‘আনোরা’) এবং ব্র্যাডি করবেট (‘দ্য ব্রুটালিস্ট’)। অভিনেতা ও অভিনেত্রী বিভাগে ডেমি মুর (‘দ্য সাবস্ট্যান্স’) এবং ফার্নান্দা তোরেস (‘আই অ্যাম স্টিল হিয়ার’) প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন।
অস্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে, রেড কার্পেট শোতে তারকারা নিজেদের অনুভূতি জানাবেন, যা শুরু হবে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ৪:৩০ মিনিটে। ৩০ মিনিটের এই বিশেষ আয়োজনে থাকবেন অস্কারের মনোনীত অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
এবারের অস্কারের জন্য সকলেই অপেক্ষা করছেন, কে হতে যাচ্ছেন সেই বিজয়ী!
বিডি প্রতিদিন/মুসা