আলোক হাসান পরিচালিত ‘টগর’ ছবিটি আগামী ঈদে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির আগে প্রকাশিত হয়েছিল ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে নাম-ভূমিকা ‘টগর’ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ, আর জয়িতা চরিত্রে দেখা যাবে পূজা চেরীকে। এদিকে পোস্টার প্রকাশের পরই অবমুক্ত হলো ‘টগর’ সিনেমার প্রথম গান (আইটেম সং) ‘হানড্রেড পারসেন্ট দেশি’। রণক ইকরামের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী ও কর্ণিয়া। গানটির কোরিওগ্রাফিতে হাবিব রহমান, সিনেমাটোগ্রাফি ইসমাইল হোসেন লিটন, কস্টিউম ডিজাইনে সাবিহা রিংকু, শিল্প নির্দেশনায় রহমাতুল্লাহ বাসু, এডিট ও জিএফএক্স রনি সিকদার জিতু। গানটি প্রকাশের পরই দর্শক প্রশংসায় ভাসছেন আদর-পূজা। ছবিটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘ছবিটি এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা ছবি। দর্শকরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন।’ পূজা চেরী বলেন, ‘এ ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’ ছবিটির প্রযোজনা-পরিবেশনায় রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক।