জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেনেসিস থিয়েটার আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ও মননশীল এক অনুষ্ঠানমালা। জেনেসিস থিয়েটারের কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন নাট্যকার ও নির্দেশক নূর হোসেন রানা। এই দিনে মানিকগঞ্জে নজরুলপত্নী প্রমীলা দেবীর জন্মস্থান তেওতায় ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে জেনেসিস থিয়েটার। অনুষ্ঠানমালায় জেনেসিস থিয়েটারের শিশু-কিশোর টিমের অংশগ্রহণে পরিবেশিত হবে জেনেসিস থিয়েটারের গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’।
পয়লা জুন ২০২৫, সন্ধ্যায় রাজধানীর নজরুল ইনস্টিটিউটে আবারও মঞ্চস্থ হবে ‘দামাল ছেলে নজরুল’ নাটক।
২৫ মে তারিখে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে জেনেসিস থিয়েটারের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় ‘দেখবো এবার জগৎটাকে’।
‘দামাল ছেলে নজরুল’ নাটকটি রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা। নাটকে অভিনয়ে নূর হোসেন রানা, নিথর মাহবুব, ইমন খান, আলেয়া বেগম, লিয়া, ইকবাল, প্রকাশ সরকার সুমন, জীবন, প্রদীপ ঘোষ, ইয়াশফা, অংকন।