শাহরুখ, আমির, সালমান- বলিউড মানেই তিন খানের রাজত্ব। নব্বইয়ের দশক থেকে ভক্তদের মনের মণিকোঠায় ঘুরেফিরে উঠে এসেছে এই তিনজনেরই নাম। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও তিন খানের জনপ্রিয়তা আকাশচুম্বী। এই তিন খান যখন বলিউডে অভিষেক ঘটান তখন মেগাস্টার অমিতাভ বচ্চন আর ডিসকো ডান্সার খ্যাত অভিনেতা মিঠুনসহ অন্য অভিনেতাদের ফিল্মি ক্যারিয়ার তুঙ্গে। কিন্তু তিন খানের দাপটে তাদের অভিনয় প্রাচীরে ফাটল ধরে। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমা দিয়ে বলিউডে বীরদর্পে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন আমির খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক শাহরুখের। আর ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হন সালমান খান। এরপর থেকে হিট, সুপারহিট, ব্লকবাস্টার এমনকি তিন খানের এমন অনেক ফ্লপ ছবিও আজ পর্যন্ত দর্শকদের মনে দাগ কাটে। বয়স কম হয়নি এই তিন সুপারস্টারের। চলতি বছরে এসে তিনজনেরই বয়স প্রবেশ করেছে ষাটের ঘরে। কিন্তু বলিউড বাদশাহ শাহরুখের অ্যাকশন, ভাইজান সালমানের ফাইটিং আর পারফেকশনিস্ট আমিরের কাজ দেখে আর কার সাধ্য আছে তিনজনের সামনে বয়সের দাঁড়িপাল্লাকে বাধা হিসেবে দাঁড় করানোর। করোনা-পরবর্তী সময়ে বলিউড সিনেমায় যখন রীতিমতো ধস নেমেছিল, ত্রাণকর্তা হয়েছিলেন শাহরুখ নিজেই। শাহরুখের ব্লকবাস্টার ‘পাঠান’ রীতিমতো ঝড় তুলেছিল সিনেমা পাড়ায়। এরপর ‘জওয়ান’ সিনেমার ধুন্ধুমার অ্যাকশন দিয়ে শাহরুখ প্রমাণ করেছেন- বয়স কেবল নিছক একটি সংখ্যা মাত্র। কিন্তু সময় সব সময় সবার অনুকূলে থাকে না। মন্দ সময়ের দুষ্টু হাওয়া অনেকটা হঠাৎ করেই এসে লন্ডভন্ড করে দেয় সব সাফল্য। বলিউডে দীর্ঘদিন রাজত্ব করা এই তিন খানের বেলাতেও তাই ঘটল। সালমান খানকে বলা হয় বলিউডের ঈদ অভিনেতা। প্রায় প্রতি ঈদে তিনি নিজের সিনেমা দিয়ে শুধু বলিউড নয়, বিশ্ব কাঁপিয়ে ছাড়েন। এবারের ঈদেও দর্শক মুখিয়ে ছিলেন তাদের প্রিয় ভাইজানের ‘সিকান্দার’ নিয়ে আনন্দ আয়োজন করবেন। কিন্তু কপাল খারাপ। ‘সিকান্দার’ দর্শকের মন জয় করতে পারেনি। তারা হতাশ। এদিকে দীর্ঘদিন ধরে নানা অঘটনে বিধ্বস্ত প্রায় ভাইজানের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। এক ভক্ত ফেসবুক পেজে লিখেছেন, ‘সালমানকে এখন আর নায়ক মনে হয় না। বলতে গেলে বুড়িয়ে গেছেন।’ এরপর আসি আমির খানের কথায়, এই অভিনেতার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘লাল সিং চাড্ডা’। ১৮০ কোটি রুপির এই সিনেমাটি কোনোভাবে ঘরে তুলে আনে ১০৯. ৯৬ কোটি টাকা মাত্র। মানে সিনেমাটি ফ্লপের খাতায় নাম লিখিয়ে আমির ভক্তদের অন্তরে হতাশার দেয়াল নির্মাণ করে দেয়। এখন পারিবারিক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগোচ্ছে আমিরের ক্যারিয়ার। সব শেষে আসা যাক বলিউড বাদশাহ শাহরুখ খানের কথায়। ২০২৩ সালে এ অভিনেতার সর্বশেষ সিনেমা ‘ডানকি’ মুক্তি পায়। ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল ৪৭০ কোটি টাকা মাত্র। এতে সহজেই হতাশ হয়ে পড়েন শাহরুখ নিজে ও তার ভক্তরা। কারণ একদিকে রাজকুমার হিরানির মতো তারকা পরিচালকের সিনেমা এটি অন্যদিকে শাহরুখের সিনেমা মানেই আয়ের দিক দিয়ে হাজার কোটির ঘর ছাড়িয়ে যাওয়া। এসব কারণে তিন খানের ভক্তরা এখন সুর পাল্টে বলছেন, বয়স আসলেই কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই ষাটের ঘরে পা রাখা তিন খানের বলিউড রাজত্ব কি তাহলে শেষ? তবু ভক্তরা একেবারে হতাশ না হয়ে আশা জিইয়ে রেখে আগামীতে আবার তিন খানের ক্যারিশমা দেখার অপেক্ষায় দিন গুনছেন।
শিরোনাম
- ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ
- নতুন অধিনায়কের নাম ঘোষণা ইংল্যান্ডের
- কেন মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ?
- বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট
- ইসরায়েলি আগ্রাসন ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিলের বিরুদ্ধে এনসিপির সমাবেশ
- ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত
- দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ক্লাসেন
- টস হেরে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
- রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
- ১২ এপ্রিল 'মার্চ ফর গাজায়' অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর
- ফেসবুকে এনআইডি সেবার নামে প্রতারণা, সতর্ক করল ইসি
- কেইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন ৭০ বিদেশি বিনিয়োগকারী
- স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন
- 'গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে একসঙ্গে দাঁড়াতে হবে'
- ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
- ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক
- অতিরিক্ত ভাড়া আদায় : জয়পুরহাটে ৩ পরিবহনকে জরিমানা
- নারায়ণগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতা বহিষ্কার
বলিউড খানদের রাজত্ব কি শেষ!
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর