অস্কারের ৯৭তম আসরে বাজিমাত করল আমেরিকান যৌনকর্মীর সঙ্গে রুশ গ্যাংস্টারের ছেলের প্রেমের ছবি ‘আনোরা’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে এটি। এর মধ্যে পরিচালক শন বেকার একাই চারটি ও যৌথভাবে একটিসহ মোট চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার জিতেছে ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। দুটি করে অস্কার পেয়েছে ডেনি ভিলন্যুভের ‘ডুন : পার্ট টু’, জ্যাক অঁডিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ ও জন এম. চু পরিচালিত ‘উইকেড’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ৩ মার্চ সকাল) পুরস্কার বিতরণ করা হয়। চলচ্চিত্রে ২০২৪ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৭তম অস্কারে ২৩টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন। সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন (আনোরা)।