বলিউডের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক থেকে সমালোচক সবার মন জয় করে। সে বছর পুরস্কারের মঞ্চেও দাপট দেখিয়ে বহু পুরস্কার ঘরে তোলে এটি। জোয়া আখতার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন তিন জনপ্রিয় নায়ক হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার। জনপ্রিয় এ ত্রয়ীকে ১৪ বছর পর আবারও দেখা গেল একসঙ্গে। প্রায় দেড় যুগ পর তিন অভিনেতা আবারও একসঙ্গে ক্যামেরার সামনে এলেন। তবে নতুন কোনো সিনেমা নয়। তারা অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনের জন্য। কিন্তু সে বিষয়ই তাদের ভক্ত ও দর্শকের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। শনিবার এ তিন অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। তারা মূলত মিরাল ডেস্টিনেশনের ইয়াস আইল্যান্ডকে প্রমোট করছেন। হৃতিকের ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, ‘কাজটা করতে সময় লাগল অনেক, কিন্তু শেষ পর্যন্ত আমরা হ্যাঁ বললাম।’