ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক তাঁর। অভিনয়ের পাশাপাশি নুসরাত সমাজমাধ্যমেও বেশ সরব। নিজের টাইমলাইনে অভিনেত্রী বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াসহ অনেক কিছু ভক্ত-অনুরাগীর সঙ্গে শেয়ার করে থাকেন। সম্প্রতি এ অভিনেত্রী এমন এক ছবি পোস্ট করেছেন, যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তারা মনে করছেন ফারিয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, এক মায়াবী মিষ্টি হাসিতে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘আমি ডুবেছি মায়ায়, আহা কী যে করি হায়।’ প্রসঙ্গত, ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকী দিয়ে সিনেমায় অভিষেক হয় ফারিয়ার। এরপর ‘হিরো-৪২০’ ও ‘বাদশা দ্য ডন’ শিরোনামে আরও দুটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন।