ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় শ্রোতাদের জন্য নতুন গান এনেছেন। স্ত্রী প্রস্মিতা পালকে নিয়ে ‘ভালোবাসি তোমাকে’ শিরোনামের সেই গানটি ইতোমধ্যে শ্রোতাদের মন কেড়েছে। বসন্তকে বলা হয় ভালোবাসার মৌসুমও। এমন সময় গানটি জমে উঠেছেও বেশ। তবে গায়কের কাছেও ছিল শ্রোতাদের বিশেষ অনুরোধ; তাই আর কোনো দিক ভাবলেন না।
অনুপম বললেন, ‘আসলে শ্রোতাদের কাছ থেকে বহু অনুরোধ পেয়েছি একসঙ্গে গান গাওয়ার। আমিও ভাবলাম তাহলে এবার একসঙ্গে একটা গান বানানো যাক। যখন গান বাঁধতে বসি, বুঝেছিলাম একটা রঙিন গানই ওর সঙ্গে ভালো যাবে। আসলে প্রস্মিতা ভীষণ উজ্জ্বল মানুষ।
তাঁর চরিত্রের সঙ্গে এ বিষয়টাই ভালো যায়।’ অনুপম আরও বলেন, ‘কবে কোন প্রযোজক-পরিচালক আমাদের একসঙ্গে গান গাওয়াবেন সেই অপেক্ষা আর করিনি। ইন্ডিপেন্ডেন্টলি একটা গান রিলিজ করলাম।’