দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা প্রথমবার অস্কার মঞ্চে গান গেয়ে ইতিহাস রচনা করতে যাচ্ছেন। তিনিই প্রথম কোরিয়ান পপতারকা যাকে গাইতে দেখা যাবে অস্কারে। তবে একা নন, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাটের সঙ্গে তাঁর একটি পরিবেশনা থাকছে এবারের আসরে। নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান আয়োজকদের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছেন। প্রকাশিত ‘বর্ন অ্যাগেইন’ নামের একটি গানে একসঙ্গে কাজ করেছেন লিসা, দোজা ও রেই।