সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘হাসি শেষে নীরবতা’। অন্যরকম গল্পে নাটকটি নির্মাণ করেছেন মাকসুদুর রহমান বিশাল। এটি রচনা করেছেন তানিন রহমান। এই নাটকটির মাধ্যমে জুটি হয়ে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। আরও রয়েছেন আজম খান। নির্মাতা বিশাল জানান, ‘এখন তো প্রায় প্রতিটি মানুষ অভিনয় করে যাচ্ছে। কখনো নিজের সঙ্গে, কখনো অন্যের সঙ্গে। এ গল্পের রিওন (আরশ) ঠিক তেমনই একটি ছেলে। ব্রোকেন ফ্যামিলির সন্তান সে। সবকিছু থেকেই যেন বঞ্চিত সে। এর মাঝে পরিচয় হয় ইরার (উর্বী) সঙ্গে। ইরার চোখে রিওন একজন রিচ কিড। কিন্তু রিওনের হাসির পেছনে এক নিস্তব্ধতা রয়েছে।’ নির্মাতা জানান, নাটকটি ২৬ তারিখে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।