দেশের সাধারণ মানুষ চায় সরকার দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করুক। দেশবাসীকে এই ট্যাবলেট গিলিয়ে বিগত সরকার বেশ নাম কিনেছে। চোখধাঁধানো উন্নয়ন যে তাদের পৌনে ১৬ বছরে ঘটেছে তা অস্বীকারের সুযোগ নেই। তবে উন্নয়নের নামে একের পর এক নেওয়া মেগা প্রকল্পগুলো অনেক ক্ষেত্রেই সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঋণের টাকায় যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে সময়মতো বাস্তবায়নের অভাবে ব্যয় বেড়েছে স্পুটনিক গতিতে। পাঁচ বছরের প্রকল্প ১৩ বছরে শেষ না হওয়ায় রেকর্ডও রয়েছে। বাধ্য হয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দফায় দফায়। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রকল্প ব্যয়। ধীরগতির কারণে ঋণদাতা সংস্থাগুলোও এখন প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিগত সরকারের নেওয়া অনেক মেগা প্রকল্পের মেয়াদ পাঁচবারও বৃদ্ধি হয়েছে। ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি। গাজীপুর-এয়ারপোর্ট বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি অনুমোদন হয় ২০১২ সালে। দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়েও শেষ হয়নি ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ। অথচ ইতোমধ্যে পেরিয়ে গেছে ১৩ বছর। গত ২৭ জুলাই অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভায় ৫৪ দশমিক ৫৭ শতাংশ ব্যয় বাড়িয়ে প্রকল্পের চতুর্থ সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রকল্পের ব্যয় ২ হাজার ৩২৯ কোটি টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯৭ দশমিক ৩২ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়। অথচ মূল প্রকল্প ব্যয় ছিল ২ হাজার ৩৯ দশমিক ৮৪ কোটি টাকা। পাশাপাশি প্রকল্পের মেয়াদ চার বছর বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়। তবে সেই প্রস্তাব নাকচ হয়ে যায় একনেকে। একই সঙ্গে ত্রুটিপূর্ণ এই প্রকল্পের পরিকল্পনা, নকশা এবং সম্ভাব্যতা যাচাই প্রণয়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অসমাপ্ত প্রকল্প এখন টঙ্গীবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন ভোগান্তির মুখে পড়েছে গাজীপুরবাসী। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের তিন ডজন মাঝারি ও বড় প্রকল্প বাস্তবায়নের শম্বুকগতিতে দাতা সংস্থার অসন্তোষ রয়েছে। প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন না হওয়ায় ব্যয় বেড়েছে ব্যাপকভাবে। সরকারের জন্য তা বোঝা হয়ে দাঁড়িয়েছে। দেশবাসী উন্নয়ন চায়। তবে তা যাতে টাকার শ্রাদ্ধ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মেগা প্রকল্প
বাস্তবায়নে শম্বুকগতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর