গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গলা ও পা কেটে হত্যার অভিযোগে তার স্বামী ফরিদ উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিউলী ওই এলাকার ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার টাওয়ার এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ফরিদ ধারালো অস্ত্র দিয়ে শিউলীকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশে কলাবাগানে ফেলে পালিয়ে যান তিনি।
নিহতের মরদেহ প্রতিবেশীরা দেখতে পেয়ে রাত সাড়ে ১০টায় পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা শরীফ মিয়া মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত ফরিদকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
নিহতের পরিবার অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে শিউলীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ফরিদ। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল