বিশ্বের বিস্ময়, বৃহত্তম ম্যানগ্রোভ বন, বঙ্গোপসাগর উপকূলবর্তী সুন্দরবন আমাদের এক অহঙ্কারের নাম। উপকূল অঞ্চলের জন্য এ এক রক্ষাপ্রাচীর, যে হাজারটা ঝড়-ঝঞ্ঝা, প্লাবন-জলোচ্ছ্বাস থেকে জীবন ও সম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। কিন্তু ভালো নেই সেই সুন্দরবন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে পানির লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে সুন্দরবনের। সেই সঙ্গে ইকো ট্যুরিজমের নামে বাণিজ্যিক পর্যটন, বিষ দিয়ে মাছ ধরা, প্লাস্টিক দূষণ, বন্যপ্রাণী শিকার- দায়িত্বহীন মানুষের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড সুন্দরবনের ঝুঁকি বাড়াচ্ছে প্রতিদিন। এ অবস্থার অবসান হওয়া জরুরি। তার জন্য বন রক্ষায় বাস্তবসম্মত, আধুনিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন চাই। সেখানে নির্বিচারে গাছ কাটা বন্ধ এবং বন-বিস্তারের পদক্ষেপ থাকতে হবে। বাঘ-হরিণ, বানর-কুমিরসহ জল-স্থলের প্রাণবৈচিত্র্য রক্ষাই শুধু নয়, এদের নিরাপদ বংশবিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টির পরিকল্পনাও থাকতে হবে। সুন্দরবনে পর্যটন নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। পর্যটক বিচরণ অবশ্যই সীমিত পরিসরে এবং কর্তৃপক্ষের প্রত্যক্ষ তদারকিতে হতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীর বাণিজ্য আর গুটি কয় মানুষের ক্ষণিক বিনোদনে যদি বনের প্রাণ-প্রকৃতির ক্ষতি হয়, তা রুখে দিতে হবে শক্ত নীতির বিধানে। বনজীবীদেরও অতিলাভের লোভে লাগাম টানতে হবে। বংশপরম্পরায় সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের ভুলে গেলে চলবে না যে বন তাদের অন্নদাতা। আশার বিষয়, সুন্দরবনের সংরক্ষিত এলাকা ২৩ থেকে ৫৩ শতাংশ করা হয়েছে, যেখানে সব বনজসম্পদ আহরণ নিষিদ্ধ। কিছু জায়গায় ডলফিন অভয়ারণ্য করা হয়েছে। ঝড়-জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য বেশ কিছু উঁচু মাটির ঢিবি করা হয়েছে। শুষ্ক মৌসুমে সমুদ্রের পানি অতিরিক্ত লবণাক্ত হয়ে যায় বলে অনেক মিষ্টিপানির পুকুর খোঁড়া হয়েছে। অবৈধ কাঠুরে-মৌয়াল আর চোরা শিকারিদের ঠেকাতে বাড়ানো হয়েছে বনপ্রহরীদের টহল। সবার সমন্বিত প্রযত্ন ও পদক্ষেপে সব ক্ষতির ঝুঁকি থেকে রক্ষা পাক সুন্দরবন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বোচ্চ সদিচ্ছা, সচেতনতা ও সক্রিয়তা এবং শতভাগ সততা কাম্য। ভূত তাড়ানোর শর্ষেতেই যেন ভূত না থাকে- কঠোর প্রশাসনিক পদক্ষেপে তা-ও নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
ঝুঁকিতে সুন্দরবন
রক্ষায় চাই সমন্বিত প্রযত্ন ও পদক্ষেপ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর