আত্মহত্যা মহাপাপ। গুরুতর মানসিক অবসাদ, চরম হতাশা বা নিদারুণ কোনো যন্ত্রণা থেকে মানুষ এ চরমপন্থা নিয়ে থাকে। নিজেই নিজের প্রাণ বিনাশ করে- যা সব ধর্ম ও আইনে নিষিদ্ধ। ইসলাম ধর্মে একে কঠিন ভাষায় নিন্দনীয় বলা হয়েছে। অথচ প্রতি বছরই বিশ্বে লাখ লাখ মানুষ আত্মহত্যা করে। কিশোর-কিশোরী ও যুবাদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ করা যায়। আমাদের সমাজেও এ মর্মান্তিক ঘটনা আকসার ঘটছে। ২০২৪ সালে দেশে তিন শতাধিক শিক্ষার্থীই শুধু আত্মহননের পথ বেছে নিয়েছে। এদের মধ্যে স্কুল-কলেজ-মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। সেখানে নারীর সংখ্যাই বেশি। আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এ তথ্য প্রকাশ হয়েছে। বিষপান, গলায় ফাঁস নিয়ে, ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে, পানিতে ডুবে, ট্রেনে কাটা পড়ে কিংবা অধিক মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে মানুষ আত্মহত্যা করে। অভিমানে, প্রেমের কারণে, পরীক্ষায় ভালো ফলের প্রত্যাশা পূরণ না হওয়ায় আত্মঘাতী হয় শিশু-কিশোর, তরুণ-তরুণীরা। এই সর্বনাশা প্রবণতা থেকে এদের রক্ষা করতে ব্যাপকভিত্তিক নিবিড় প্রযত্ন প্রয়োজন। পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে সুচিন্তিত পদক্ষেপে এদের এমনভাবে গড়ে তুলতে হবে- যেন তারা জীবনের মূল্য অনুধাবন করতে শেখে। জীবনের অনুকূলে প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বোঝাতে হবে যে অমূল্য জীবন কোনো হেলাখেলার বিষয় নয়। হাসিকান্না, আনন্দবেদনা, সাফল্যব্যর্থতা, প্রেম-বঞ্চনা, সংকট-সম্ভাবনা সবকিছু মিলেই একটি জীবন। জীবনের এসব অনুষঙ্গ মোকাবিলা করে জীবন উদ্যাপনই মহোত্তম মানবধর্ম। উত্থানে পতন থাকবে, পরে আবারও উত্থান অবধারিত। ভাটার পর যেমন জোয়ার। আগামী দিনের নাগরিকদের মনোগঠন এমনই শক্তপোক্ত করে তোলা পরিবার, সমাজ, রাষ্ট্রের কর্তব্য। তাদের সামনে আশার আলো, সম্ভাবনার দীপ জ্বেলে দিতে হবে। হতাশার ক্ষেত্র এবং অনিশ্চয়তার উপাদানগুলো কমাতে হবে। প্রতি মুহূর্তে জানান দিতে হবে যে তোমাদের কাছে পরিবার, সমাজ, দেশের অনেক প্রত্যাশা ও নির্ভরতা রয়েছে। এগুলো পূরণ তোমাদের কর্তব্য। এসবকে উপেক্ষা করে জীবন থেকে পালিয়ে যাওয়া শুধু আত্মপ্রবঞ্চনাই নয়, গুরুতর দায়িত্বহীনতাও। নিজেকে ভালোবাসতে হবে। বড় করে স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন সত্যি করার জন্যই বাঁচতে হবে। পৃথিবী জীবনের পক্ষে। শপথ নিতে হবে- সব প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে, যত দীর্ঘদিন সম্ভব বাঁচার।
শিরোনাম
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
আত্মঘাতপ্রবণতা
জীবন উদ্যাপনই মানবধর্ম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর