দাদুর আছে জাদুর ঘড়ি,
তিনটি কাঁটার লাঠি।
তিড়িং বিড়িং নাচে কাঁটা,
আঁকে সময় ছবি।
চলতে শুরু করলে ঘড়ি,
থামে নাতো কোনখানে।
হঠাৎ করেই বেজে ওঠে,
ডিং ঢং শব্দ তুলে।
দাদুর আছে জাদুর ঘড়ি,
তিনটি কাঁটার লাঠি।
তিড়িং বিড়িং নাচে কাঁটা,
আঁকে সময় ছবি।
চলতে শুরু করলে ঘড়ি,
থামে নাতো কোনখানে।
হঠাৎ করেই বেজে ওঠে,
ডিং ঢং শব্দ তুলে।