জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব জাকির হোসেন রিয়াজ।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই অভিযোগ করেন।
জাগপা মহাসচিব বলেন, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা একটি গভীর চক্রান্তের অংশ। এই হামলা আগামী নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। খন্দকার লুৎফর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০ এর স্বৈরাচারী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর আন্দোলনের সমুখসারির যোদ্ধা। তার ওপর এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/কেএ