জামালপুরে ১১ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান চাইন্দ্যার শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার দুপুরে শহরের দড়িপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সাখাওয়াত হোসেন শুভ, আমির উদ্দিন, জাহাঙ্গীর সেলিমসহ স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা জানান, শিশু ধর্ষণকারী সিদ্দিকুর রহমানের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য, তাই অভিযুক্ত সিদ্দিকুর রহমানের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী সিদ্দিকুর রহমান চাইন্দ্যা শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা হয়েছে। সম্প্রতি অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতারও করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বিডি-প্রতিদিন/মাইনুল