‘গাছ লাগান পরিবেশ বাঁচান, পলিথিন-প্লাস্টিক বর্জন করুন’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে গাইবান্ধা চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে শহরের পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আশরাফী চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা শহর সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাদী সরকার, সদস্য সচিব অধ্যাপক শফিউল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার তফিকুল ইসলাম, শিক্ষক গোলাম কিবরিয়া ও আরিফ আলাল প্রমুখ।
আলোচনা শেষে শহরের প্রফেসর কলোনী এলাকায় চাকরিজীবী কল্যাণ সংস্থার সংলগ্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল