জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। এই একত্রিশ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এর মাধ্যমে মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর শহরের ঈদগাহ মাঠে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মী সম্মেলনে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা এবং ভাঙ্গা পৌর শাখার নেতা-কর্মীরা অংশ নেন।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ফরিদপুর–৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা।
এস এম জিলানী বলেন, একটি দল (ওই বিশেষ দল) পিআর পদ্ধতি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে নাকি তারা নির্বাচন করবে না। ফেক আইডির মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করছে। এই পদ্ধতিতে এমপি প্রার্থী নির্ধারণ করা হয় না। মার্কা দেখে ভোট দিতে হবে। অথচ ওই বিশেষ দল ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। আমরা তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা বাস্তবায়ন করে মানুষের মুক্তি নিশ্চিত করব। সব অধিকার ফিরিয়ে দেব।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন বিএনপির দুর্গে পরিণত হবে। আমরা ইতোমধ্যে দলের অভ্যন্তরীণ বিভেদ দূর করতে সক্ষম হয়েছি। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনব।
বিডি-প্রতিদিন/সুজন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        