গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাদির উজ জামান জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় হাইটেক সিটি সেকশনে রেললাইনের ওপর অজ্ঞাতনামা এক ব্যক্তি ঢাকাগামী ধূমকেতু ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম