ইসরায়েলে আবারও জোরালোভাবে বন্দিদের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা এসেছে। ইসরায়েলের হোস্টেজ এন্ড মিসিং ফ্যামিলিস ফোরাম জানিয়েছে, আগামী মঙ্গলবার তারা একটি জাতীয় সংগ্রামের দিন পালন করবে। উদ্দেশ্য গাজায় হামাসের হাতে আটক সকল ইসরায়েলি নাগরিকের মুক্তি নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে চুক্তি স্বাক্ষরে বাধ্য করা।
ফোরামের ভাষ্য, ইসরায়েলি জনগণের বিশাল অংশ এখন আমাদের প্রিয়জনদের ঘরে ফেরাতে চায়। এই চুক্তি নিয়ে সরকারের ইচ্ছাকৃত বিলম্ব জনগণের মতের বিরুদ্ধে এবং আমাদের মূল মূল্যবোধের পারস্পরিক দায়িত্ববোধ ও বন্ধুত্বের পরিপন্থী। এটিই ইসরায়েলি চেতনা, এটিই আমাদের কর্তব্য।
দিনব্যাপী কর্মসূচি শুরু হবে ভোর ৬টা ২৯ মিনিটে। যে সময়ে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আক্রমণ চালিয়েছিল। সে সময় তেল আবিবে মার্কিন দূতাবাসের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর দেশের বিভিন্ন প্রধান মোড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়বে।
সকাল ১০টায় তেল আবিবের হোস্টেজ স্কয়ারে অনুষ্ঠিত হবে মা ও শিশুদের পদযাত্রা। দুপুর ২টা থেকে দেশজুড়ে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বিকেল ৪টায় সাবেক মুক্তিপ্রাপ্ত বন্দীদের আঁকা ছবির প্রদর্শনী হবে।
দিনের প্রধান সমাবেশ বসবে বিকেল ৫টায় হোস্টেজ স্কয়ারে। যেখানে আন্দোলনকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের উদ্দেশে চিঠি লিখবেন। কর্মসূচির চূড়ান্ত অংশ হিসেবে সন্ধ্যায় তেল আবিবের সাভিদর স্টেশন থেকে হোস্টেজ স্কয়ারের দিকে বিশাল মিছিল হবে।
গত সপ্তাহে ফোরামের আহ্বানে একটি জাতীয় ধর্মঘট পালিত হয়েছিল। তবে এবার তারা ধর্মঘট নয় বরং প্রত্যেক নাগরিককে সরাসরি রাস্তায় নেমে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/নাজমুল