চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মাছ চাষকৃত পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক কাম্পেইন অনুষ্ঠত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ এলাকায় ৮ জন চাষীর পুকুরের পানি পরীক্ষা করে গুনাগুন জানানো হয়।
পরীক্ষা কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেন, জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর।
উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা রিজভী কায়সার, সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান।
একই দিন হাইমচর উপজেলায় চাষীদের পুকুরের পানির গুনাগুন পরীক্ষা করেন উপজেলা মৎস্য বিভাগ। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ